পাকিস্তানের নবনির্বাচিত জাতীয় পরিষদের উদ্বোধনী অধিবেশন বসেছে আজ বৃহস্পতিবার। এ অধিবেশনেই নতুন সদস্যরা শপথ নেবেন। সে সঙ্গে নির্বাচন করা হবে স্পিকার ও ডেপুটি স্পিকার। পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন, সেটাও জানা যাবে এ অধিবেশনে।
ডনের প্রতিবেদনের তথ্য, আজ নতুন নির্বাচিত সদস্যদের শপথ পড়াবেন স্পিকার রাজা পারভেজ আশরাফ। এরপর অধিবেশনের দ্বিতীয় দিন অর্থাৎ আগামীকাল শুক্রবার নির্বাচন করা হবে জাতীয় পরিষদের নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার।
অধিবেশনের তৃতীয় দিন আগামী শনিবার নির্বাচন করা হবে জাতীয় পরিষদের নেতা। তিনি হবেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী। জাতীয় পরিষদের নির্বাচিত সদস্যরা গোপন ব্যালটে ভোটের মাধ্যমে নতুন প্রধানমন্ত্রী নির্ধারণ করবেন।
প্রধানমন্ত্রী পদে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) মনোনীত প্রার্থী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই। প্রধানমন্ত্রী পদে শাহবাজকে সমর্থন দিয়েছে বিলাওয়াল ভুট্টো জারদারির দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)।
অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নতুন প্রধানমন্ত্রী হিসেবে ওমর আইউবকে সমর্থন দিয়েছে।
জাতীয় পরিষদের স্পিকার পদে আয়াজ সাদিককে সমর্থন দিয়েছে পিএমএল-এন। এ পদে পিটিআইয়ের সমর্থন নিয়ে লড়ছেন আমির দোগার।
পাকিস্তানের জাতীয় পরিষদে মোট ৩৩৬টি আসন রয়েছে। এর মধ্যে ৭০টি আসন সংরক্ষিত। ৬০টি নারীদের ও ১০টি সংখ্যালঘুদের জন্য।