বোনের বিয়েতে আবেগাপ্লুত বিলাওয়াল

বিয়ের আসরে বরের পাশে বিলাওয়াল। সঙ্গে ছিলেন বিলাওয়াল ও কনে বখতওয়ারের বাবা সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি (ডানে)
ছবি: বিলাওয়ালের টুইটার থেকে নেওয়া

সোনালি কারুকার্যে খচিত ওড়নার পেছনে হাস্যোজ্জ্বল কনে। পাশেই বসা বড় ভাই। আদরের ছোট বোনের বিয়েতে আবেগে আপ্লুত তিনি। বলেছেন, অনেক বছর পর আনন্দের এক মুহূর্ত এটি।

যাঁর বিয়ের কথা বলা হচ্ছে, তিনি হলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর মেয়ে বখতাওয়ার ভুট্টো। করাচিতে বিলাওয়াল হাউসে গতকাল শুক্রবার হয়ে গেল এ বিয়ের অনুষ্ঠান। বর মাহমুদ চৌধুরী। যুক্তরাষ্ট্রভিত্তিক এক ব্যবসায়ীর ছেলে তিনি। পাকিস্তানের গণমাধ্যম ডনের খবরে এ তথ্য জানানো হয়।

বিয়ের কাবিননামা সই করার সময়ের একটি মুহূর্ত

বোনের বিয়ের কিছু ছবি টুইটারে পোস্ট করেছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারপারসন বিলাওয়াল ভুট্টো জারদারি। লিখেছেন, ‘বোন বখতাওয়ারের বিয়ে অনেক বছরের মধ্যে আমার জন্য সবচেয়ে সুখের স্মৃতি।’ তিনি আরও বলেন, ‘মনে হচ্ছিল, মা আমাদের আনন্দের মুহূর্তটি দেখছেন। দুজনকেই নতুন জীবনের জন্য শুভকামনা ও দোয়া করছেন।’

কনেকে নিয়ে যাওয়া হচ্ছে বিয়ের আসরে

অন্যদিকে ছোট বোন আসিফা বি জারদারি জীবনের নতুন পথ চলায় বোন-দুলাভাইকে শুভকামনা জানিয়েছেন। লিখেছেন, ‘সারা জীবন আনন্দ ও সুখে থাক। প্রিয় বোন, আমি তোমাকে ভালোবাসি। তোমার বিবাহিত জীবন সুখের হোক, এটাই প্রত্যাশা।’
বিয়েতে কনে বখতাওয়ার পরেছিলেন বিখ্যাত ডিজাইনার ওয়ার্দা সালিমের নকশা করা পোশাক। আর বরের পরনে ছিল ঘিয়ে রঙের শেরওয়ানি।

বোনের বিয়ে ভাই বিল্ওয়ালের জন্য সবচেয়ে সুখের স্মৃতি

গত বছরের নভেম্বরে দুজনের আংটি বদল হয়। ২৪ জানুয়ারি এক মিলাদ হয় আর ২৭ জানুয়ারি ছিল হলুদের অনুষ্ঠান। পিপিপির সূত্র ও মুখপাত্রের তথ্যমতে, আজ শনিবার বরপক্ষকে নিয়ে মূল আয়োজন হবে। বিলাওয়াল হাউস থেকে এক বিবৃতিতে বলা হয়, কোভিডের কারণে অতিথিতালিকা ৩০০ জনের মধ্যে সীমিত রাখা হয়েছে।

আংটি বদলের পর এই ছবি নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন বখতওয়ার