পাকিস্তানের পার্লামেন্ট
পাকিস্তানের পার্লামেন্ট

পাকিস্তানে গভর্নর পদেও আসছে রদবদল

পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে গতকাল শনিবার দিবাগত রাতে অনুষ্ঠিত অনাস্থা ভোটে হেরে যান ইমরান খান। প্রধানমন্ত্রী পদ থেকে পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে ক্ষমতাচ্যুতির পর এখন অন্যান্য বড় পদেও পরিবর্তন দেখা যেতে পারে।

আজ রোববার সংশ্লিষ্ট সূত্রের বরাতে পাকিস্তানের জিয়ো টিভির এক খবরে বলা হয়, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের গভর্নর শাহ ফারমান, পাঞ্জাবের গভর্নর ওমর সরফরাজ চিমা ও সিন্ধুর গভর্নর ইমরান ইসমাইল পদত্যাগ করতে পারেন।

সূত্র বলছে, আজ সিন্ধুর গভর্নর ইমরান ইসমাইল ইসলামাবাদে পিটিআইয়ের এক বৈঠকে অংশ নেন। তিনি করাচিতে ফিরে পদত্যাগপত্র জমা দিতে পারেন। তবে তাঁর পরিবার আজ পর্যন্ত গভর্নর হাউসেই অবস্থান করছিল। অন্যদিকে শাহ ফরমান বলেছেন, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) প্রেসিডেন্ট হিসেবে শাহবাজ শরিফ প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলে তিনি গভর্নর পদ থেকে সরে দাঁড়াবেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে শাহবাজ শরিফকে আমি প্রটোকল দিতে পারব না।’

সদ্য দায়িত্ব নেওয়া পাঞ্জাবের গভর্নর চিমাও পদত্যাগ করবেন বলে শোনা যাচ্ছে। তিনিও আজ পিটিআইয়ের মূল কমিটির সভায় অংশ নেন।

এদিকে শনিবার মধ্যরাতে ভোটাভুটির পর জাতীয় পরিষদে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা পিএমএল-এন সভাপতি শাহবাজ শরিফ। তিনি বলেন, নতুন সরকার প্রতিহিংসার রাজনীতি করবে না।

তবে পিটিআই অভিযোগ করেছে, আজ ইমরান খানের ডিজিটাল মিডিয়া বিভাগের সহযোগী আরসালান খালিদের বাড়িতে অভিযান চালানো হয়েছে। পরিবারের সবার মুঠোফোন কেড়ে নেওয়া হয়েছে।