পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দেশটির সাবেক প্রধান বিচারপতি নাসিরুল মুলক। শুক্রবার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে তাঁকে শপথ পড়ান দেশটির প্রেসিডেন্ট মামনুন হোসাইন।
ডন নিউজের খবরে বলা হয়, ইসলামাবাদের প্রেসিডেন্ট হাউসে এই শপথ অনুষ্ঠানে বিদায়ী প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসি, সেনাপ্রধান কামার জাবেদ বাজওয়াসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শপথ শেষে অন্তর্বর্তী প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দিয়ে প্রধানমন্ত্রী ভবনে নিয়ে যাওয়া হয়।
শপথ নেওয়ার পর অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বলেন, শিগগিরই তাঁর মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করা হবে। তাঁর পছন্দ ছোট আকারের মন্ত্রিসভা।
গত সোমবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রধান বিচারপতি নাসিরুল মুলকের নাম ঘোষণা করা হয়। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে তাঁর নাম চূড়ান্ত হয়।
আগামী ২৫ জুলাই পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন নাসিরুল মুলক।