নারী কর্মচারীকে যৌন নির্যাতনের দায়ে বরখাস্ত করা হয়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভে কর্মরত পাকিস্তানের কূটনীতিবিদকে। তাঁকে পাকিস্তানে ফিরিয়ে নিয়েছে পাকিস্তান সরকার।
পাকিস্তান টুডে ডটকমের খবরে বলা হয়েছে, বরখাস্ত হওয়া ওই কূটনীতিবিদের নাম ওয়াকার আহমেদ। তিনি পাকিস্তান ফরেন সার্ভিসের গ্রেড ১৮ কর্মকর্তা। ইউক্রেনের রাজধানী কিয়েভে পাকিস্তানি দূতাবাসে ফার্স্ট সেক্রেটারি হিসেবে কর্মরত ছিলেন তিনি।
ওয়াকার আহমেদের বিরুদ্ধে এক নারী পরিচ্ছন্নকর্মীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠছিল। পাকিস্তানি কূটনীতিবিদের নামে দূতাবাস কর্তৃপক্ষকে অভিযোগ জানান ওই নারী। তদন্তে ওই পরিচ্ছন্নকর্মীর ওপর যৌন নির্যাতন চালানোর পাশাপাশি পদের অপব্যবহারের অভিযোগ প্রমাণ হয় ওয়াকার আহমেদের বিরুদ্ধে। ঘটনার প্রমাণ পাওয়ার পরই পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়ে ওয়াকারকে বরখাস্ত করার কথা জানায়।