ইমরান খান প্রথমবারের মতো শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন  

ইমরান খান
এএফপি ফাইল ছবি

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দুই দিনের সফরে শ্রীলঙ্কা যাচ্ছেন। আজ মঙ্গলবার তিনি শ্রীলঙ্কায় যাবেন। দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের আমন্ত্রণে ইমরান খান দুদিনের সফরে শ্রীলঙ্কা যাচ্ছেন। পাকিস্তানের গণমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই শ্রীলঙ্কায় তাঁর প্রথম সফর।

রেডিও পাকিস্তান জানায়, ইমরান খান বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে সহযোগিতা আরও বাড়ানোর জন্য শ্রীলঙ্কার নেতাদের সঙ্গে আলোচনা করবেন। তাঁর সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ উচ্চপর্যায়ের প্রতিনিধিদলও সফরে যাবে। সফরকালে প্রধানমন্ত্রী ইমরান প্রধানত আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের সঙ্গে মতবিনিময় করবেন।

ইমরান প্রতিরক্ষা, সংস্কৃতি, পর্যটন ছাড়াও বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তিসহ দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা করবেন। এই দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর জন্য বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।