ইতিহাসের এই দিনে

স্বাধীনতা পায় কানাডা, নৌকায় চেপে আটলান্টিক পাড়ি

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচিত হয় অনেক কিছু। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে, স্থায়ীভাবে ঠাঁই হয় ইতিহাসে। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১৭ এপ্রিল। ফিরে দেখা যাক উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘অন দিজ ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

১৯৮২ সালে কানাডা পুরোপুরিভাবে স্বাধীনতা লাভ করে
ফাইল ছবি : রয়টার্স

বর্তমান বিশ্বে সবচেয়ে উন্নত রাষ্ট্রগুলোর একটি কানাডা। একসময় ব্রিটিশ উপনিবেশ ছিল দেশটি। ১৯৮২ সালের এদিনে কানাডা পুরোপুরিভাবে স্বাধীনতা লাভ করে। এদিন ব্রিটেনের তৎকালীন রানি দ্বিতীয় এলিজাবেথ কানাডার নতুন সংবিধানে সই করেন। কমনওয়েলথভুক্ত কানাডার রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ব্রিটিশ রাজা। সেই হিসেবে কানাডার বর্তমান রাষ্ট্রপ্রধান ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস।

নৌকায় চেপে আটলান্টিক পাড়ি

পোল্যান্ডের আলেকজান্ডার দোবা প্যাডেলচালিত ছোট নৌকায় চেপে আটলান্টিক পাড়ি দেন। ২০১৪ সালের এদিনে তিনি ১৯৬ দিনের যাত্রা সম্পন্ন করেন। ইউরোপের পর্তুগাল থেকে রওনা হয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পৌঁছে অনন্য এই নজির গড়েন তিনি। ওই সময় তাঁর বয়স ছিল ৬৭ বছর।

এক দিনেই বিক্রি ২২ হাজার ফোর্ড মাসটাং গাড়ি

একসময়ের জনপ্রিয় গাড়ি ফোর্ড মাসটাং। স্বতন্ত্র আধুনিক স্টাইল ও স্বল্প মূল্যের জন্য গাড়িটি দ্রুত জনপ্রিয়তা পায়। মধ্যবিত্তরাও এই মডেলের গাড়ি কেনার জন্য মুখিয়ে থাকতেন। ১৯৬৪ সালের এদিনে নিউইয়র্কের একটি আন্তর্জাতিক মেলায় প্রথম প্রদর্শন করা হয় ফোর্ড মাসটাং। এক দিনেই এই মডেলের ২২ হাজার গাড়ি বিক্রি হয়ে যায়।

ভিক্টোরিয়া বেকহ্যাম

ভিক্টোরিয়া বেকহ্যামের জন্ম

ব্রিটিশ ফুটবল তারকা ডেভিড বেকহ্যামের স্ত্রী ভিক্টোরিয়া। তবে তিনি নিজের পরিচয়েও স্বতন্ত্র। ভিক্টোরিয়া বেকহ্যাম একাধারে সংগীতশিল্পী, ফ্যাশন আইকন ও ব্যবসায়ী। স্পাইস গার্লস নামের জনপ্রিয় পপ ব্যান্ড দলের সদস্য ছিলেন ভিক্টোরিয়া। এখনও সাবেক স্পাইস গার্ল নামে বিশ্বজুড়ে তাঁর খ্যাতি রয়েছে। ১৯৭৪ সালের এদিনে যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেন ভিক্টোরিয়া।