ভারতের মুম্বাইয়ে ইসরায়েলের কনসাল জেনারেল কোব্বি শোশানি বাংলাদেশে ‘সংখ্যালঘুদের ওপর নির্যাতনের’ নিন্দা জানিয়েছেন। তিনি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি সংহতি জানিয়েছেন।
গত শনিবার ভারতীয় সংবাদমাধ্যম ডেকান হেরাল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড হিন্দু ইকোনমিক ফোরামের (ডব্লিউএইচইএফ) প্লেনারি সেশনে বক্তব্যে এসব কথা বলেছেন ইসরায়েলের কনসাল জেনারেল কোব্বি শোশানি। গত শুক্র থেকে রোববার পর্যন্ত এই সম্মেলন হয়।
ইসরায়েলি কনসাল জেনারেল শোশানি বক্তব্যে ইসরায়েল ও বাংলাদেশের হিন্দুদের প্রতি সমর্থন জানানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা জানান। বাংলাদেশে এই সংখ্যালঘু সম্প্রদায় যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, সেগুলো মোকাবিলার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। কোব্বি শোশানি বলেন, ‘সেখানে যা ঘটছে, তা গ্রহণযোগ্য নয়।’