ইতিহাসের এই দিনে: শনাক্ত হয় স্প্যানিশ ফ্লু

সামারি: বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ৪ মার্চ। চলুন দেখি, বিশ্বে এদিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

স্প্যানিশ ফ্লুতে আক্রান্ত হয়ে বিশ্বে কোটি মানুষের প্রাণ যায়

সময়টা ১৯১৮ সালের ৪ মার্চ। কানসাসেস ফোর্ট রিলেতে প্রায় ১০০ মার্কিন সেনা অসুস্থ হয়ে পড়েন। তাঁরা সবাই একই ধরনের ঠান্ডা ও কাশিতে আক্রান্ত হন। পরীক্ষার পর ওই দিন তাঁদের স্প্যানিশ ফ্লু ধরা পড়ে। এটাই স্প্যানিশ ফ্লু শনাক্ত হওয়ার প্রথম ঘটনা। চরম ছোঁয়াচে এ রোগ পরে মহামারি আকারে নানা জায়গায় ছড়িয়ে পড়ে। বিশ্বজুড়ে এই রোগে প্রাণ যায় অনেক মানুষের।

কার্যকর হয় যুক্তরাষ্ট্রের সংবিধান

১৭৮৯ সালের ৪ মার্চ কার্যকর হয় যুক্তরাষ্ট্রের সংবিধান। দেশটির কেন্দ্রীয় প্রশাসনিক আইন হিসেবে কার্যকর করা হয় সংবিধান।

ক্ষমতায় বসেন রবার্ট মুগাবে

রবার্ট মুগাবে

জিম্বাবুয়ের জাতীয়তাবাদী নেতা রবার্ট মুগাবে। ১৯৮০ সালের আজকের দিনে তিনি নির্বাচনে জিতে দেশটির প্রধানমন্ত্রী হন। মুগাবে ছিলেন জিম্বাবুয়ের প্রথম কৃষ্ণাঙ্গ প্রধানমন্ত্রী। টানা ৩৭ বছর দেশ শাসন করেন মুগাবে। শাসনকালে নানা সমালোচনা ও বিতর্কের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। ২০১৭ সালের ২১ নভেম্বর পদত্যাগ করেন মুগাবে।

প্রথম এশিয়ান গেমস

১৯৫১ সালের ৪ মার্চ ভারতের দিল্লিতে বসে এশিয়ান গেমসের প্রথম আসর। মোট ১১টি দেশ এই আয়োজনে অংশ নিয়েছিল।