বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২৯ ডিসেম্বর। চলুন দেখি, বিশ্বে এদিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।
আলোহা ওয়ান্ডারওয়েল কানাডীয় বংশোদ্ভূত আমেরিকান নারী। সময়টা ১৯২২ সালের ২৯ ডিসেম্বর। তখন আলোহা তরুণী। বিশ্বভ্রমণ করে সাড়া ফেলে দেন তিনি। এ ভ্রমণে তাঁর সঙ্গী ছিল ১৯১৮ সালে উদ্ভাবিত বিশ্বখ্যাত ফোর্ড কোম্পানির মডেল-টি ব্র্যান্ডের একটি গাড়ি। আলোহার আগে আর কোনো নারী গাড়ি চালিয়ে বিশ্বভ্রমণের রেকর্ড গড়তে পারেননি।
বর্তমান আয়ারল্যান্ডের পুরোনো নাম ছিল ‘আইরিশ ফ্রি স্টেট’। ১৯৩৭ সালের আজকের দিনে দেশটির নাম বদলে ফেলা হয়। নতুন নাম হয় আয়ারল্যান্ড। নতুন সংবিধান গ্রহণ করার মাধ্যমে বদলে ফেলা হয় দেশটির নাম।
জনপ্রিয় জাপানি স্কেটার শিজুকা আরাকাওয়া। স্কেটবোর্ডিং করে প্রথম জাপানি হিসেবে অলিম্পিকে সোনার পদক জিতেছেন এই নারী। আজ শিজুকার জন্মদিন। ১৯৮১ সালের ২৯ ডিসেম্বর জাপানে তাঁর জন্ম।