বিশ্বের অসংখ্য নদ-নদী রয়েছে। এর মধ্যে দীর্ঘতম কোনগুলো? এগুলোর দৈর্ঘ্যই-বা কত? নিশ্চয়ই এ নিয়ে মানুষের মধ্যে কৌতূহল কাজ করে।
বিবিসি সায়েন্স ফোকাস ম্যাগাজিন চলতি বছর বিশ্বের দীর্ঘতম ১০টি নদ-নদীর তালিকা প্রকাশ করেছে। তালিকার নদ-নদীগুলো হলো—
১. নীল নদ
নীল নদের অবস্থান উত্তর-পূর্ব আফ্রিকায়। দৈর্ঘ্য ৬ হাজার ৬৯৫ কিলোমিটার।
২. আমাজন নদী
আমাজন নদীর অবস্থান দক্ষিণ আমেরিকায়। দৈর্ঘ্য ৬ হাজার ৪০০ কিলোমিটার।
৩. ইয়াংজি নদী
ইয়াংজি নদীর অবস্থান চীনে। দৈর্ঘ্য ৬ হাজার ৩০০ কিলোমিটার।
৪. মিসিসিপি–মিজৌরি নদী
মিসিসিপি–মিজৌরি নদীর অবস্থান যুক্তরাষ্ট্রে। দৈর্ঘ্য ৫ হাজার ৯৭১ কিলোমিটার।
৫. ইয়েনিসেই নদী
ইয়েনিসেই নদীর অবস্থান রাশিয়া ও মঙ্গোলিয়ায়। দৈর্ঘ্য ৫ হাজার ৫৩৯ কিলোমিটার।
৬. হোয়াংহো নদী
হোয়াংহো নদীর অবস্থান চীনে। দৈর্ঘ্য ৫ হাজার ৪৬৪ কিলোমিটার।
৭. ওব নদী
ওব নদীর অবস্থান রাশিয়া, কাজাখস্তান, চীন ও মঙ্গোলিয়ায়। দৈর্ঘ্য ৫ হাজার ৪১০ কিলোমিটার।
৮. রিও ডি লা প্লাতা
রিও ডি লা প্লাতা নদীর অবস্থান দক্ষিণ আমেরিকায়। দৈর্ঘ্য ৪ হাজার ৮৮০ কিলোমিটার।
৯. কঙ্গো নদী
কঙ্গো নদীর অবস্থান মধ্য আফ্রিকায়। দৈর্ঘ্য ৪ হাজার ৭০০ কিলোমিটার।
১০. আমুর নদী
আমুর নদীর অবস্থান রাশিয়া, চীন ও মঙ্গোলিয়ায়। দৈর্ঘ্য ৪ হাজার ৪৪৪ কিলোমিটার।