ইতিহাসের এই দিনে: ক্যাম্প ডেভিড চুক্তি সই

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১৭ সেপ্টেম্বর। চলুন দেখি বিশ্বে এদিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

ক্যাম্প ডেভিড চুক্তি সইয়ের একটি মুহূর্ত
এএফপি ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর গুরুত্বপূর্ণএকটি উদ্যোগ ক্যাম্প ডেভিড চুক্তি। ১৯৭৮ সালের ১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিডে এ চুক্তি সই হয়। এতে সই করেন মিসরের তৎকালীন প্রেসিডেন্ট আনোয়ার সাদাত ও ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাচিম বেগিন। এ চুক্তির মধ্যস্ততা করেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার। ক্যাম্প ডেভিড চুক্তি করায় পরবর্তী সময়ে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পান সাদাত ও বেগিন।

যুক্তরাষ্ট্রের নতুন সংবিধান

১৭৮৭ সালের ১৭ সেপ্টেম্বর সই হয় মার্কিন সংবিধানে। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ১২টি অঙ্গরাজ্যের প্রতিনিধিরা সংবিধানের খসড়ায় সই করেন। এর মধ্য দিয়ে গৃহীত হয় যুক্তরাষ্ট্রের লিখিত সংবিধান। তখন থেকে প্রতিবছরের ১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সংবিধান দিবস পালন করা হয়।

সুইডেনের বড় বিজয়

১৬৩১ সালের ১৭ সেপ্টেম্বর সুইডেনের রাজা গুস্তাভুস এডলফাসের সেনাবাহিনী রোমান বাহিনীর বিরুদ্ধে বড় জয় পায়। ইউরোপজুড়ে ৩০ বছর ধরে যুদ্ধ চলছিল ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্টদের মধ্যে। সুইডেনের এ বিজয় ছিল প্রোটেস্ট্যান্টদের প্রথম বিজয়।

জার্মানির ‘রেড ব্যারন’

তখন প্রথম বিশ্বযুদ্ধ চলছে। ১৯১৬ সালের ১৭ সেপ্টেম্বর জার্মান পাইলট ম্যানফ্রেড ভন রিচথোফেন ফ্রান্সে একটি ব্রিটিশ যুদ্ধবিমান ভূপাতিত করেন। এটাই ছিল আকাশপথের যুদ্ধে প্রথম বিজয়। ‘রেড ব্যারন’ নামে পরিচিতি পাওয়া রিচথোফেন প্রথম বিশ্বযুদ্ধজুড়ে প্রতিপক্ষের বিমান বিধ্বস্তে বড় সফলতা পান।