শিখ ব্যবসায়ী রিপুধামান সিং মালিককে হত্যার দায়ে দুই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছেন কানাডার আদালত। তাঁরা হলেন—ট্যানার ফক্স ও হোসে লোপেজ। কানাডার নিউ ওয়েস্টমিনস্টারে ব্রিটিশ কলম্বিয়া সুপ্রিম কোর্টে গত সোমবার তাঁদের দোষী সাব্যস্ত করা হয়। ৩১ অক্টোবর ওই দুই আসামির সাজা ঘোষণা করা হবে।
১৯৮৫ সালে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে বোমা হামলা মামলায় খালাস পেয়েছিলেন রিপুধামান সিং। ২০২২ সালে ৭৫ বছর বয়সী এই ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়।
১৯৮৫ সালের ২৩ জুন এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজে বোমা হামলা হয়। এ সময় উড়োজাহাজটি আয়ারল্যান্ডের উপকূলে আটলান্টিক মহাসাগরে বিধ্বস্ত হয়। নিহত হন উড়োজাহাজের ৩২৯ যাত্রী ও ক্রু। ওই হামলা মামলার আসামি ছিলেন রিপুধামান সিং। পরে নির্দোষ প্রমাণিত হওয়ায় তাঁকে খালাস দেওয়া হয়েছিল।
এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে হামলার দিন টোকিও বিমানবন্দরেও একটি বোমা বিস্ফোরণ হয়েছিল। এ সময় ওই বিমানবন্দরের দুই কর্মী নিহত হন। ধারণা করা হয়, ব্যাংককগামী এয়ার ইন্ডিয়ার আরেকটি উড়োজাহাজে হামলার উদ্দেশ্যে বোমাটি আনা হয়েছিল। কিন্তু তার আগেই সেটি বিস্ফোরিত হয়।
ভারত ও কানাডার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই মামলাটি নতুন করে মনোযোগের কেন্দ্রে চলে আসে। ২০২৩ সালের জুনে কানাডার নাগরিক খালিস্তানপন্থী শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডের সঙ্গে ভারত সরকারের এজেন্টরা জড়িত—কানাডার এমন অভিযোগের পরই দুই দেশের কূটনীতিক সম্পর্কে বিষবাষ্প ছড়াতে শুরু করে।
শিখ ব্যবসায়ী রিপুধামান সিং হত্যার সঙ্গেও ভারত সরকারের কোনো সম্পর্ক ছিল কি না, সে বিষয়টি গত মে মাসে খতিয়ে দেখেছিলেন তদন্তকারীরা। রিপুধামান সিং একসময় বিচ্ছিন্নতাবাদী খালিস্তান আন্দোলনের সমর্থক ছিলেন। কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় বসবাসরত শিখদের মধ্যে এ আন্দোলেনের শক্তিশালী সমর্থন রয়েছে।
এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে বোমা হামলার ঘটনায় ওই সময়ে তদন্তকারীরা এর পেছনে শিখ বিচ্ছিন্নতাবাদীরা জড়িত বলে অভিযোগ করেছিলেন। ধারণা করা হয়, পাঞ্জাবে শিখ ধর্মাবলম্বীদের তীর্থস্থান স্বর্ণমন্দিরে ভারতীয় সেনাবাহিনীর অভিযানের প্রতিশোধ নিতেই ওই ফ্লাইটে হামলা চালিয়েছিলেন বিচ্ছিন্নতাবাদীরা।
এক বিবৃতিতে মালিকের পরিবারের সদস্যরা বলেছেন, ফক্স ও লোপেজ বিচারের আওতায় আসায় তাঁরা কৃতজ্ঞ। যাঁরা মালিককে হত্যার জন্য এ দুইজনকে ভাড়া করেছিলেন, তাঁদেরও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে তাঁর পরিবার।
আদালতের নথিতে দেখা গেছে, ফক্স ও লোপেজের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপরাধের অভিযোগ ছিল।
রিপুধামান সিংয়ের ছেলে জাশপ্রিত সিং মালিক বলেন, তাঁর পরিবারের সদস্যরা এর আগে কখনো ফক্স ও লোপেজের নাম শোনেননি। তাঁর বাবাকে হত্যা করা হয়েছে, সেটিও জানেন না তিনি। মালিকের পরিবার একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে।