গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, জানালেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
ছবি: এএফপি

ফিলিস্তিনের গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নেতানিয়াহু এ ঘোষণা দেন। তাঁর ভাষণ ইসরায়েলের টেলিভিশনে সম্প্রচার করা হয়।

তবে গাজায় কবে নাগাদ ইসরায়েলি বাহিনী স্থল অভিযান শুরু করবে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি নেতানিয়াহু। এমনকি সম্ভাব্য অভিযানের বিষয়ে আর কোনো তথ্য জানাননি তিনি।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সদস্যদের ‘সন্ত্রাসী’ অভিহিত করে নেতানিয়াহু বলেন, ‘আমরা এরই মধ্যে হাজারো সন্ত্রাসীকে হত্যা করেছি। এটা কেবল শুরু।’

নেতানিয়াহু আরও বলেন, ‘হামাস নিয়ন্ত্রিত ফিলিস্তিনি উপত্যকায় কখন আমাদের সামরিক বাহিনী প্রবেশ করবে, সে বিষয়ে যুদ্ধকালীন বিশেষ মন্ত্রিসভা সিদ্ধান্ত নেবে।’

প্রসঙ্গত, যুদ্ধকালে বিশেষ এই মন্ত্রিসভায় মধ্যপন্থী বিরোধীদলের নেতাও রয়েছেন।
সম্ভাব্য স্থল অভিযানের বিষয়ে নেতানিয়াহু বলেন, ‘আমরা একসঙ্গে একটি স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছি। তবে কখন, কীভাবে বা কতজন মিলে, সেটা বিস্তারিত বলব না।’

৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এরপর গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েল সরকার জানিয়েছে, হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আটক করা হয়েছে ২২২ ইসরায়েলিকে।

অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য, ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় এখন পর্যন্ত ৫ হাজার ৭০০-এর বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে শিশুর সংখ্যা দুই হাজারের বেশি। গত মঙ্গলবার এক দিনেই প্রাণ গেছে সাত শতাধিক মানুষের। জাতিসংঘের হিসাবে, এখন পর্যন্ত গাজায় বাস্তুচ্যুত হয়েছে প্রায় ১৪ লাখ মানুষ।