ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধের ১১দিন হয়ে গেল। ৮ অক্টোবর হামাসের হামলার মধ্য দিয়ে এ যুদ্ধের শুরু। হামাসের এই হামলার পরপরই পাল্টা হামলা চালায় ইসরায়েল। এখনো এ যুদ্ধ চলছে, প্রতিদিন ঝরছে প্রাণ। এ যুদ্ধের সর্বশেষ অবস্থা তুলে ধরা হলো।
# ফিলিস্তিনের গাজায় চলতে থাকা সংঘাতের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলে যাচ্ছেন। আগামীকাল বুধবার (১৮ অক্টোবর) বাইডেনের ইসরায়েল সফরের কথা রয়েছে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
# হামাস ৭ অক্টোবর তাদের হামলার সময় ইসরায়েলের যে নাগরিকদের আটক করেছে, তাঁদের বিনিময়ে ‘ইসরায়েলি কারাগারে ছয় হাজার পুরুষ ও নারী বন্দীর’ মুক্তি দাবি করেছে। হামাসের প্রবাসী অফিসের প্রধান খালেদ মেশাল বলেছেন, তাঁদের হাতে বন্দী ব্যক্তিদের মধ্যে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) ‘উচ্চপদস্থ কর্মকর্তা’ও আছেন। হামাসের একজন মুখপাত্র বলেছেন, গাজায় ২০০ থেকে ২৫০ ইসরায়েলি বন্দী রয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্যানুযায়ী, এমন বন্দীর সংখ্যা ১৯৯।
# হামাস সোমবার একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে গত সপ্তাহের হামলায় আটক বন্দীদের একজনের বক্তব্য দেখানো হয়েছে। ফুটেজে দেখা যাচ্ছে, আহত ওই নারীর হাত একজন অজ্ঞাতনামা চিকিৎসাকর্মী পরিচর্যা করছেন। ওই নারী যত তাড়াতাড়ি সম্ভব তার পরিবারের কাছে ফিরে যাওয়ার কথা বলেছেন।
# ইসরায়েল গাজা উপত্যকায় স্থল আক্রমণের জন্য প্রস্তুতি নেওয়ার সময় ইরান দেশটির বিরুদ্ধে ‘প্রাক্-প্রতিরোধমূলক হামলার’ হুমকি দিয়েছে। তেহরান এর আগেও একাধিকবার সতর্ক করে দিয়ে বলেছে, দীর্ঘ সময় অবরুদ্ধ থাকা গাজায় স্থল আগ্রাসন হলে নানা পক্ষ থেকে প্রতিরোধ সৃষ্টি হবে। এতে এ অঞ্চলে সংঘাত তীব্রতর হতে পারে। শনিবার হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহর সঙ্গে তাঁর বৈঠকের কথা উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান রাষ্ট্রীয় টিভিতে সরাসরি সম্প্রচারে বলেছেন, ‘প্রতিরোধী শক্তিগুলো আগাম পদক্ষেপ নিতে পারে।’
# মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সোমবার ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের সঙ্গে কথা বলেছেন। ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত যাতে আরও না বাড়ে, সেই বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন লয়েড। এ ছাড়া তিনি বেসামরিক সুরক্ষার ওপর জোর দেন আলোচনায়। মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগনের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
# ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার শিন বেট ৮ অক্টোবর হামাসের হামলা রুখতে ব্যর্থতার দায়ভার নিয়েছে। ওই হামলায় ১ হাজার ৪০০-এর বেশি মানুষ নিহত হন। শিন বেটের পরিচালক রনেন বার বলেছেন, ‘এ হামলার তদন্ত করতে সময় লাগবে। এখন আমাদের কাজ লড়াই করা।’
# মার্কিন নেতৃত্বাধীন কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকার পরও গাজায় বোমাবর্ষণে আটকে পড়া ২০ লাখ ফিলিস্তিনির দুর্দশা কমেনি। এ এলাকায় পানি, খাদ্য ও ওষুধের সরবরাহ সব শেষ হয়ে গেছে। মানবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি করেছে।
# গাজা উপত্যকায় ইসরায়েল হামলা শুরু করার পর থেকে অন্তত ২ হাজার ৮০৮ ফিলিস্তিনি নিহত এবং ১০ হাজার ৮৫০ জন আহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার এ কথা জানিয়েছে। প্যালেস্টাইন জার্নালিস্ট সিন্ডিকেট বলেছে, গাজায় ইসরায়েলের বিমান হামলায় ১১ ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন।
# বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে বলেছে, গাজা জনস্বাস্থ্য সংকটের মুখোমুখি। কারণ, ফিলিস্তিনি ছিটমহলে ‘পানি ফুরিয়ে যাচ্ছে’। জাতিসংঘের সংস্থাটি বলেছে, গাজার ৩৫টি হাসপাতালে সাড়ে তিন হাজারের বেশি মানুষের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে।
# মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার তেল আবিবে বৈঠক করেছেন। পরে এক সংবাদ সম্মেলনে ব্লিঙ্কেন ইসরায়েলর প্রতি মার্কিন সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।