ফিলিস্তিনি শরণার্থীদের জন্য কাজ করা জাতিসংঘ সংস্থা ইউএনআরডব্লিউএর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে ইসরায়েল। এ সিদ্ধান্তের বিষয়টি গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে জাতিসংঘকে জানিয়েছে দেশটি। এর আগে দখল করা ফিলিস্তিনি ভূখণ্ডে সংস্থাটিকে নিষিদ্ধ করে ইসরায়েলি পার্লামেন্টে বিল পাস হয়।
যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজায় ত্রাণ সরবরাহ করা সবচেয়ে বড় সংস্থা ইউএনআরডব্লিউএ। এমন সময় সংস্থাটিকে নিষিদ্ধ করল ইসরায়েল, যখন গাজায় দুর্ভিক্ষ ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ।
আগামী জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রও দেশটির এ সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সতর্ক করে বলেছে, সংস্থাটিকে নিষিদ্ধ করার ফলে লাখ লাখ ফিলিস্তিনির ওপর মারাত্মক প্রভাব পড়বে।
গতকাল হিজবুল্লাহর এক শীর্ষস্থানীয় কমান্ডারকে হত্যা করার দাবি করেছে ইসরায়েল।