গাজায় স্থল অভিযানে ইসরায়েলি সেনা
গাজায় স্থল অভিযানে ইসরায়েলি সেনা

গাজায় স্থল অভিযানে ২০০ সেনা নিহত: ইসরায়েল

গাজা উপত্যকায় স্থল অভিযান শুরুর পর থেকে ইসরায়েলের ২০০ সেনা নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনীর এক মুখপাত্র গতকাল সোমবার এ কথা জানিয়েছেন।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস–শাসিত গাজায় গত ২৭ অক্টোবর থেকে স্থল অভিযান চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী।

এর আগে ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালান হামাসের যোদ্ধারা। এর জবাবে ওই দিন থেকে হামলা শুরু করে ইসরায়েল।

ইসরায়েল সরকারের তথ্য অনুযায়ী, হামাসের হামলায় ১ হাজার ১৪০ জনের প্রাণ গেছে। যাঁদের বেশির ভাগই ছিলেন বেসামরিক লোক।

এদিকে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে, ইসরায়েলের লাগাতার হামলায় এ পর্যন্ত ২৫ হাজার ২৯৫ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের প্রায় ৭০ শতাংশই নারী, শিশু ও কিশোর।