গাজায় অবিলম্বে যুদ্ধিবিরতির দাবি জানিয়েছে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশের ২৭ ছাত্রসংগঠন। এক বিবৃতিতে তারা ফিলিস্তিনি ভূখণ্ডটিতে ইসরায়েলের চলমান ‘গণহত্যা’ বন্ধের দাবি জানিয়েছে। গত রোববার এক বিবৃতিতে এসব দাবি জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের চলমান গণহত্যার ফলে ১২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার পরিস্থিতি ভালোভাবে জানার জন্য যাঁদের ওপর ভরসা করা যায়, সেই সাংবাদিকদের টার্গেট করে হামলা হচ্ছে। ইসরায়েলের মারাত্মক অবরোধের কারণে গাজার লাখ লাখ মানুষ খাদ্য, পানি, বিদ্যুৎ ও জ্বালানি থেকে বঞ্চিত।
বিবৃতিতে আরও বলা হয়েছে, গাজার মানুষকে ইসরায়েলি বাহিনী যেভাবে গোষ্ঠীগতভাবে শাস্তি দিচ্ছে, আন্তর্জাতিক আইনে তা যুদ্ধাপরাধ। হাসপাতাল, বাড়িঘর, স্কুল, শরণার্থীশিবির ও অ্যাম্বুলেন্সসহ যেখানে–সেখানে প্রতিদিন বোমা হামলা চালানো হচ্ছে। বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলি সরকার স্পষ্টভাবে তার গণহত্যার অভিপ্রায় প্রকাশ করেছে।
জাতিসংঘের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে ইসরায়েল ক্রমাগত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করছে উল্লেখ করে বিবৃতিতে ইসরায়েলকে সমর্থন দেওয়া পশ্চিমা দেশগুলোর কড়া সমালোচনা করা হয়েছে।
সমালোচনা করা হয়েছে ভারত, চীন ও রাশিয়ার মতো দেশগুলোরও।
বিবৃতিদাতা ছাত্রসংগঠনগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ভারতের এআইডিএসও, নেপালের এএনএনএফএসইউ, পাকিস্তানের ডিএসএফ ও শ্রীলঙ্কার আইইউবিএফ।