ফিলিস্তিনের গাজা উপত্যকার আল–আওদা হাসপাতালের পরিচালককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। হামাস–নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, ইসরায়েলি বাহিনীর সদস্যেরা তাঁকে অজ্ঞাত স্থানে নিয়ে গেছেন।
গতকাল রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি বিবৃতি পোস্ট করেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল–কুদরা। ওই পোস্টে তিনি আল-আওদা হাসপাতালের পরিচালক আহমেদ মুহান্নাকে তুলে নিয়ে যাওয়ার কথা জানান।
আশরাফ আল–কুদরা বলেন, আহমেদ মুহান্নাকে কোথায় নেওয়া হয়েছে, তিনি এখন কী অবস্থায় আছেন—কেউ কিছু জানেন না।
বিবৃতিতে আশরাফ আল–কুদরা আরও জানান, জাবালিয়া শরণার্থীশিবির থেকে আল–আওদা হাসপাতালের আরেক চিকিৎসাকর্মীকে আটক করেছিল ইসরায়েলি বাহিনী। অমানবিক পরিস্থিতির মধ্যে তাঁকে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। পরে ওই কর্মীকে ছেড়ে দেওয়া হয়।
গাজার হাসপাতাল ও এর কর্মীদের ইসরায়েলের হাত থেকে রক্ষার উদ্যোগ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন আশরাফ আল–কুদরা।