বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, গাজা এখন একটি মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। গাজার স্বাস্থ্য ও মানবিক পরিস্থিতি দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে।
এদিকে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি বলেছে, খান ইউনিসের আল-আমল হাসপাতালের পরিস্থিতি শোচনীয় হয়ে উঠেছে। ইসরায়েলি বাহিনী ওই হাসপাতাল ৩০ দিন ধরে অবরোধ করে রেখেছে।
এদিকে আন্তর্জাতিক সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) আল-মাওয়াসি এলাকায় তাদের আশ্রয় কেন্দ্রে ইসরায়েলি হামলার বিষয়ে ক্ষোভ জানিয়েছে। ওই হামলায় এমএসএফের এক কর্মীর পরিবারের দুই সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয়জন।
গাজা সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল-থাওয়াবতে বলেছেন, গাজার উত্তরাঞ্চলে তিন সপ্তাহ ধরে পশুর খাদ্য খেয়ে সেখানকার মানুষ বেঁচে আছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় ২৯ হাজার ৩১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬৯ হাজার ৩৩৩ জন। গত বছরের ৭ অক্টোবরে হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন ১ হাজার ১৩৯ জন।
এদিকে জেরুজালেমের কাছে এক সশস্ত্র হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আটজন। অধিকৃত পূর্ব জেরুজালেমে এ ঘটনা ঘটেছে। ইসরায়েলের পুলিশ বলেছে, পশ্চিম তীরের মালে আদুমিম এলাকায় তিন বন্দুকধারীর হামলায় এক ইসরায়েলি পুলিশ কর্মকর্তা নিহত হন। এরপর পুলিশ দুই বন্দুকধারীকে গুলি করে হত্যা করে। আর পুলিশ তৃতীয় বন্দুকধারীকে গ্রেপ্তার করে।