গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস এলাকা
গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস এলাকা

গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ১৪ জন নিহত

গাজা উপত্যকায় ইসরায়েলি বোমা হামলায় একই পরিবারের ১৪ সদস্য নিহত হয়েছেন। ওই হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন।

দক্ষিণাঞ্চলীয় গাজার খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকার একটি বাড়িতে গতকাল বুধবার রাতে এ হামলা হয়।

গাজার অন্যান্য এলাকা থেকে বাস্তুচ্যুত মানুষেরা ওই বাড়িতে আশ্রয় নিয়েছিলেন।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায়। ইসরায়েল সরকারের দেওয়া হিসাব অনুসারে, ওই হামলায় ১ হাজার ১৩৯ জন নিহত হয়েছেন। তাঁদের বেশির ভাগ সাধারণ নাগরিক।

জবাবে ৭ অক্টোবর থেকেই গাজায় হামলা শুরু করে ইসরায়েল। গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে, ওই হামলায় ২২ হাজার ৩০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন।