ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের উত্তর গাজায় ধ্বংস হওয়া একটি মসজিদ
ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের উত্তর গাজায় ধ্বংস হওয়া একটি মসজিদ

গাজায় মসজিদে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১৬

ফিলিস্তিনের গাজা নগরীতে একটি মসজিদে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। এ ঘটনায় নিহত হয়েছেন শিশুসহ অন্তত ১৬ জন।

আল–জাজিরা আরবির সংবাদকর্মী জানান, গাজা নগরীর উত্তরাঞ্চলের ফাতিমা আল–জাহরা মসজিদে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত মানুষের সংখ্যা ১০ থেকে বেড়ে ১৬ জন হয়েছে।

নিহত ব্যক্তিদের মধ্যে ১০ জন শিশু রয়েছে।

গত ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচার হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। হামলা থেকে বাদ যায়নি আবাসিক ভবন, শরণার্থীশিবির, হাসপাতাল, মসজিদ। এমনকি ত্রাণ বহরেও হামলার ঘটনা ঘটেছে।

হামাস–নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য, কয়েক মাস ধরে চলা হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় ৩৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। তাঁদের মধ্যে বেশির ভাগ নারী ও শিশু। উদ্বাস্তু হয়েছে লাখো ফিলিস্তিনি।

অন্যদিকে গাজা উপত্যকাজুড়ে হামাসের হাতে এখনো শতাধিক ইসরায়েলি জিম্মি আছে।