ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

ইসরায়েলকে ‘অন্ধ সমর্থন’ দেওয়া বন্ধ করতে ট্রাম্পের প্রতি হামাসের আহ্বান

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের একজন জ্যেষ্ঠ নেতা বলেছেন, ডোনাল্ড ট্রাম্পকে অবশ্যই গাজা যুদ্ধে ইসরায়েলকে ‘অন্ধভাবে সমর্থন’ দেওয়া বন্ধ করতে হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প নিজেকে বিজয় ঘোষণা করার পর হামাস নেতা এ কথাগুলো বলেন।

হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম যুক্তরাষ্ট্রের নির্বাচনের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘ইহুদি রাষ্ট্রকে অন্ধভাবে সমর্থন দেওয়া বন্ধ করতে হবে। কারণ, এদের টিকে থাকার জন্য আমাদের জনগণের ভবিষ্যৎ, আঞ্চলিক নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতাকে মূল্য দিতে হচ্ছে।’

গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণ সীমান্তবর্তী এলাকায় হামলা চালিয়ে প্রায় ১ হাজার ১৪০ জনকে হত্যা করেন হামাসের যোদ্ধারা। সেই সঙ্গে বন্দী করে গাজা উপত্যকায় নিয়ে আসেন প্রায় ২৪০ জনকে।

এরপর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৪৩ হাজার ৩৯১ ফিলিস্তিন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ১ লাখ ২ হাজার ৩৪৭ মানুষ। বিশ্বজুড়ে এই হামলা বন্ধের আহ্বান জানানো হলেও ইসরায়েল সেদিকে কর্ণপাত করছে না।