ইসরায়েলের সেনাবাহিনী গত মঙ্গলবার ঘোষণা দিয়েছে, তারা লেবাননে সামরিক অভিযান পরিচালনার পরিকল্পনা অনুমোদন করেছে। জবাবে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, লেবাননে হামলা চালানো হলে ইসরায়েলের কোনো স্থানই তাদের রকেট থেকে রেহাই পাবে না।
হিজবুল্লাহপ্রধান হাসান নাসরাল্লাহ গতকাল বুধবার টেলিভিশনে দেওয়া ভাষণে এই হুঁশিয়ারি দেন। এমন পাল্টাপাল্টি হুমকির কারণে গাজা যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা আরও বেড়েছে।
ইসরায়েলের পাশাপাশি এবার লেবাননের অদূরে অবস্থিত ভূমধ্যসাগরের দ্বীপরাষ্ট্র সাইপ্রাসেও হামলা চালানোর হুমকি দিয়েছেন নাসরাল্লাহ। লেবাননে হামলা চালানোর জন্য ইসরায়েলকে নিজেদের আকাশসীমা খুলে দিলে দেশটিতে হামলা চালানোর হুমকি দিয়েছেন তিনি।
সাইপ্রাসে ব্রিটেনের দুটি সামরিক ঘাঁটি রয়েছে। দুটি ঘাঁটির একটি বিমানবাহিনীর ঘাঁটি।
হিজবুল্লাহর হুমকির মুখে সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডৌলিদেস বলেছেন, ‘(গাজা) যুদ্ধের সঙ্গে তাঁর দেশ জড়িত নয়। তাঁরা বরং সমাধানের অংশ। (তাঁদের সমাধান প্রচেষ্টার বিষয়টি) পুরো আন্তর্জাতিক মহল কর্তৃক স্বীকৃত।’
সমাধানের অংশ বলতে সাইপ্রাসের প্রেসিডেন্ট গাজায় মানবিক সহায়তা পাঠানোর জন্য সমুদ্রপথে জাহাজ চলাচলের ক্ষেত্রে তাঁর দেশের ভূমিকার কথাও বলেছেন।
এদিকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যখন পাল্টাপাল্টি হুমকি চলছে, তখন গাজায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।