ভূমিধসের পর চলছে উদ্ধারকাজ। মাসারা, দাভাও দে ওরো, ফিলিপাইন, ৮ ফেব্রুয়ারি ২০২৪
ভূমিধসের পর চলছে উদ্ধারকাজ। মাসারা, দাভাও দে ওরো, ফিলিপাইন, ৮ ফেব্রুয়ারি ২০২৪

ফিলিপাইনে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৬৮

ফিলিপাইনে ভূমিধসে মৃত মানুষের সংখ্যা বেড়ে ৬৮–তে দাঁড়িয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গতকাল সোমবার এ কথা জানিয়েছে।

৬ ফেব্রুয়ারি দেশটির দক্ষিণাঞ্চলীয় দাভাও দে ওরো প্রদেশের মিন্দানাও দ্বীপের মাসারা গ্রামে ভূমিধসের এ ঘটনা ঘটে। পার্বত্য গ্রামটিতে সোনার খনি রয়েছে।


উদ্ধারকারীরা গতকাল জানান, জীবিত আর কাউকে পাওয়ার আশা তাঁরা করছেন না।
ভূমিধসের পর থেকে কয়েক শ উদ্ধারকারী দিন-রাত কাজ করছেন। তাঁদের কেউ খালি হাতে, কেউ শাবল নিয়ে, কেউবা মাটি সরানোর যন্ত্র ব্যবহার করে চাপা পড়া ব্যক্তিদের উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন।

উদ্ধারকারীরা গতকাল এক ডজনের বেশি মরদেহ উদ্ধার করেন।

স্থানীয় পৌরসভা জানিয়েছে, এখনো ৫১ ব্যক্তি নিখোঁজ। তাঁরা সবাই খনিশ্রমিক ও গ্রামবাসী।

ধ্বংসস্তূপের নিচ থেকে তিন বছর বয়সী একটি মেয়েশিশুকে গত শুক্রবার জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারীরা একে ‘বিস্ময়কর ঘটনা’ বলেছেন।

ভূমিধসে তিনটি বাস ও একটি জিপ চাপা পড়েছে। গাড়িগুলো খনিশ্রমিকদের জন্য অপেক্ষা করছিল। এ ছাড়া ভূমিধসের কারণে আশপাশের ৫৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব বাড়ির ৩২ সদস্য আহত হয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ ব্যক্তিদের সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধারকাজ চলবে।

দেশটির বেশির ভাগ এলাকা দ্বীপ ও পার্বত্য অঞ্চল হওয়ায় ঘন ঘন ভারী বৃষ্টি হয়। এ ছাড়া খনির জন্য খননকাজ, বন উজাড়, অবৈধভাবে কাঠ কাটাসহ নানা কারণে প্রায়ই ভূমিধসের ঘটনা ঘটে।

মিন্দানাওয়ের কিছু স্থানে কয়েক সপ্তাহ ধরে মুষলধারে বৃষ্টি হয়েছে। এতে বেশ কয়েকবার ভূমিধসের ঘটনা ঘটে। দেখা দেয় বন্যা। এ কারণে কয়েক হাজার মানুষ বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হন।