ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট

ইসরায়েলি বাহিনী গাজায় স্থায়ীভাবে থেকে যাবে না: প্রতিরক্ষামন্ত্রী

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্থায়ীভাবে ইসরায়েলি বাহিনীর থেকে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। ইসরায়েলি বাহিনী চলে আসার পর গাজা নিয়ন্ত্রণ কার হাতে যাবে, তা নিয়ে আলোচনার পথ উন্মুক্ত রয়েছে। তবে গাজার নিয়ন্ত্রণকারীরা ইসরায়েলের প্রতি বিরূপ মনোভাবের হবে না।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলকে এসব কথা বলেছেন ইয়োভ গ্যালান্ট। তিনি আরও বলেন, গাজায় কয়েক শ হামাস সদস্য আত্মসমর্পণ করেছেন কিংবা গ্রেপ্তার হয়েছেন। তাঁদের মধ্যে গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলার সঙ্গে জড়িত হামাস সদস্যরাও আছেন।

ইয়োভ গ্যালান্ট আরও বলেন, জাবালিয়া ও শেজাইয়াতে হামাসের শেষ শক্ত ঘাঁটি ঘেরাও করা হয়েছে। এসব ঘাঁটিকে অপরাজেয় মনে করা হতো। বছরের পর বছর ধরে এসব ঘাঁটিকে লড়াইয়ের জন্য প্রস্তুত করা হয়েছে। শিগগিরই এসব ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হবে।

হামাসের সদস্যদের সতর্ক করে ইয়োভ গ্যালান্ট বলেন, যাঁরা আত্মসমর্পণ করবেন, তাঁদের সঙ্গে একধরনের আচরণ করা হবে। আর যাঁরা তা করবেন না, তাঁদের সঙ্গে ভিন্ন আচরণ করবে ইসরায়েল।