হামাসের সঙ্গে চলমান যুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনীর আরও ৮ সেনা নিহত হয়েছেন। আজ রোববার এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
গত ২০ অক্টোবর ইসরায়েলি বাহিনী গাজায় স্থল অভিযান শুরু করার পর যুদ্ধক্ষেত্রে নতুন এই আটজনকে নিয়ে দেশটির নিহত সেনার সংখ্যা দাঁড়িয়েছে ১৫৪। তবে এই লড়াইয়ে হামাসের কতজন যোদ্ধা নিহত হয়েছেন, সেই তথ্য এখনো জানা যায়নি।
গত ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালায় হামাস। এতে ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হন। ওই দিনই গাজা উপত্যকায় পাল্টা নির্বিচার বোমা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। পরে গাজায় স্থল অভিযান শুরু করে তারা। হামাস নির্মূলের নামে আকাশ ও নৌপথে হামলার পাশাপাশি স্থল অভিযান পরিচালনা করছে ইসরায়েল।
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ২০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে প্রায় ৮ হাজারই শিশু।
গাজার চিকিৎসকেরা বলেছেন, নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ, বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা মরদেহ এবং হাসপাতালে যেসব মরদেহ পৌঁছায়নি, সেগুলো হিসাবের আওতায় আসেনি।