গাজায় হামলা বন্ধের দাবিতে ইসরায়েলে বিক্ষোভ

‘যুদ্ধে কেউ জয়ী হয় না’ লেখা প্ল্যাকার্ড হাতে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ। শুক্রবার ইসরায়েলের তেল আবিব শহরে।
ছবি: এএফপি

ফিলিস্তিনির গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা বন্ধের দাবিতে আজ শনিবার ইসরায়েলের রাজধানী তেল আবিবে বিক্ষোভ-সমাবেশ করেছে দেশটির একটি রাজনৈতিক দল। বিক্ষোভ থেকে গাজায় যুদ্ধবিরতির দাবি জানিয়েছে তারা।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস। ওই দিন থেকেই গাজায় নির্বিচার হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ করেছেন শান্তিকামী মানুষ। ইসরায়েলে প্রথমবারের মতো কোনো সংগঠনকে এমন সমাবেশের অনুমতি দেয় দেশটির পুলিশ।

গাজায় হামলা বন্ধের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশের জন্য প্রচারণা চালায় হাদাস পার্টি

আজকের বিক্ষোভ সমাবেশের আয়োজন করছিল হাদাস পার্টি। বামপন্থী এই সংগঠনের বেশির ভাগ সদস্য আরব জনগোষ্ঠীর। সমাবেশে অংশ নিয়ে জোর গলায় গাজায় যুদ্ধবিরতির দাবি জানান দলটির নেতা-কর্মীরা। গাজায় ইসরায়েলি হামলার কারণে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন তাঁরা।