লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনী সোমবার রাতে বোমা হামলা চালিয়েছে
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনী সোমবার রাতে বোমা হামলা চালিয়েছে

লেবাননের আল দোউদি এলাকায় বাড়িতে ইসরায়েলের বোমা হামলা, নিহত ১০

লেবাননের দক্ষিণাঞ্চলের আল দোউদি এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৫ জন। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে।

এনএনএ আরও বলেছে, আজ মঙ্গলবার ভোরে ওই হামলা চালানো হয়। নিহত ব্যক্তিদের সবাই দিয়াব পরিবারের সদস্য।

ওয়াফা নিউজের বরাত দিয়ে আল–জাজিরার খবরে জানানো হয়েছে, ইসরায়েলি বাহিনী দখলকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে হামলা চালিয়েছে। সেখানে বেশ কয়েকটি বাড়িতে ইসরায়েলি বাহিনী গুলি চালিয়েছে, বিস্ফোরণ ঘটিয়েছে।

সংঘর্ষ চলার একপর্যায়ে একজন ফিলিস্তিনি গুলিতে আহত হয়েছেন বলে ওয়াফা নিউজের বরাতে আল–জাজিরার খবর জানিয়েছে। ইসরায়েলি বাহিনী প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটির অ্যাম্বুলেন্সের কর্মীকে আটক করেছে। ওই কর্মী গুলিতে আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছিলেন। তাঁকে আরেকজনের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হেফাজতে নিয়েছে।

এদিকে নাবলুসের পশ্চিমে রাফিদিয়া অঞ্চলের আল মাখফিয়া ও আল আইন শরণার্থীশিবির এলাকায় হামলা চলাকালে ইসরায়েলি বাহিনী আরও একজনকে আটক করেছে।