গাজায় ১০ মাসের বেশি সময় ধরে টানা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী
গাজায় ১০ মাসের বেশি সময় ধরে টানা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী

যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজায় হামলায় ৭১ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি বাহিনীর হামলায় গতকাল শনিবার ফিলিস্তিনের গাজা উপত্যকায় ৭১ জন নিহত হয়েছেন। যুদ্ধবিরতির আলোচনা চলা অবস্থায় হামলার ঘটনা ঘটেছে।

বুলডোজার ও ট্যাংক নিয়ে মধ্য গাজার দেইর এল–বেলাহ শহরে অভিযানে অংশ নিয়েছে ইসরায়েলি বাহিনী। এর ফলে গত দুই দিনে সেখান থেকে এক লাখের বেশি ফিলিস্তিনি নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে গেছেন।

আল–জাজিরার তথ্য অনুযায়ী, গাজায় যুদ্ধবিরতির চুক্তি সইয়ের লক্ষ্য নিয়ে মিসরের রাজধানী কায়রোয় আলোচনা চলছে। আলোচনায় অংশ নিতে জ্যেষ্ঠ নেতা খলিল আল–হায়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল পাঠিয়েছে হামাস।

গত ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালায় হামাস। একই দিন গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। শুরু হয় সর্বাত্মক যুদ্ধ, যা এখনো চলছে।

হামাস–নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১০ মাসের বেশি সময় ধরে চলা টানা যুদ্ধে গাজা উপত্যকায় ৪০ হাজার ৩৩৪ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত মানুষের সংখ্যা ৯৩ হাজার ছাড়িয়েছে।

আর ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলায় নিহত হন ১ হাজার ১৩৯ জন। এ তথ্য ইসরায়েলের প্রশাসনের।