ছেলের কবরের পাশে বসে কাঁদছেন মা

ফিলিস্তিনের দক্ষিণ গাজার খান ইউনিস ও রাফাহ শহরে সম্প্রতি প্রাণঘাতী বিমান হামলা চালায় ইসরায়েল। এই হামলায় অনেক ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রিয়জনদের মৃত্যুতে আহাজারি করছেন স্বজনেরা। ছেলের কবরের পাশে বসে কাঁদছেন মা। দক্ষিণ গাজায় বিরাজ করছে শোকের ছায়া। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, অবরুদ্ধ উপত্যকায় ১৭-১৮ জানুয়ারির হামলায় কমপক্ষে ১৭২ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত ৩২৬ জন। বার্তা সংস্থা রয়টার্সের ক্যামেরায় উঠে এসেছে ফিলিস্তিনের দক্ষিণ গাজার শোকচিত্র।

ফিলিস্তিনিদের লাশের সারির পাশে বসে কান্নায় ভেঙে পড়েছেন একজন। রাফাহ, দক্ষিণ গাজা, ১৮ জানুয়ারি
ছবি: রয়টার্স
ইসরায়েলি হামলায় নিহত ছেলেকে দাফন করা হয়েছে। ছেলের কবরের পাশে বসে কান্নায় ভেঙে পড়েছেন মা। খান ইউনিস, দক্ষিণ গাজা, ১৮ জানুয়ারি
লাশের সারির পাশে স্বজনসহ শোকার্ত ফিলিস্তিনিরা। রাফাহ, দক্ষিণ গাজা, ১৮ জানুয়ারি
হাসপাতালের মেঝেতে রাখা লাশের পাশে দুই শোকার্ত ফিলিস্তিনি। খান ইউনিস, দক্ষিণ গাজা, ১৮ জানুয়ারি
ইসরায়েলি হামলায় ছেলে নিহত হওয়ার পর কান্নায় ভেঙে পড়েছেন মা। খান ইউনিস, দক্ষিণ গাজা, ১৮ জানুয়ারি