রাফায় ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত হওয়া ফিলিস্তিনি পুলিশের গাড়ি
রাফায় ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত হওয়া ফিলিস্তিনি পুলিশের গাড়ি

ইসরায়েল হামলা চালালে রাফায় ‘বিপর্যয়’ নেমে আসবে

ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফা এলাকায় ইসরায়েল স্থল অভিযান চালালে সেখানে ‘বিপর্যয়কর’ পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। রাফায় ইসরায়েলি বাহিনীর অভিযানের প্রস্তুতির মধ্যে এ সতর্কতার কথা বলা হয়েছে।

এদিকে গাজায় ইসরায়েলি হামলাকে ‘মাত্রাতিরিক্ত’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এমন সময় তিনি এ মন্তব্য করলেন, যখন ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা প্রায় ২৮ হাজারে পৌঁছেছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, রাফায় ‘অভিযান চালানোর প্রস্তুতি নিতে’ ইসরায়েলি বাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি। একমাত্র এই শহরে এখন পর্যন্ত স্থল অভিযান চালায়নি ইসরায়েল।

ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক মিত্র যুক্তরাষ্ট্র। তেল আবিবকে কয়েক শ কোটি ডলারের সামরিক সহায়তা দিয়ে আসছে ওয়াশিংটন।

স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাফায় স্থল অভিযান সমর্থন করে না যুক্তরাষ্ট্র। একই সঙ্গে সতর্ক করা হচ্ছে, পরিকল্পনা যথাযথ না হলে ১০ লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনির আশ্রয় নেওয়া শহরটিতে এ ধরনের অভিযান ‘বিপর্যয়কর’ পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি তৈরি করবে।

মিত্র ইসরায়েলের সমালোচনা করতে দেখা গেছে প্রেসিডেন্ট বাইডেনকেও। বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, ৭ অক্টোবরের হামলার ঘটনায় ইসরায়েলের পাল্টা হামলা ছিল ‘মাত্রাতিরিক্ত’ এবং এটা বন্ধ হওয়া উচিত। বাইডেন বলেন, ‘আমি মনে করি, যেমনটা আপনারা জানেন, গাজায় ইসরায়েলের পাল্টা হামলার ধরন মাত্রা ছাড়িয়ে গেছে। সেখানে অনেক নিরীহ মানুষ অনাহারে থাকছে। প্রাণ হারাচ্ছে। এ হামলা বন্ধ করা উচিত।’

এদিকে ইসরায়েলের হামলায় রাফায় ‘ভয়াবহ ট্র্যাজেডি’ দেখা দেওয়ার আগেই গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ অবস্থায় মিসর সীমান্ত খুলে দিতে চাপ দেওয়া উচিত কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি মনে করি, ট্র্যাজেডি তৈরি করবে, এমন সুযোগ করে দেওয়ার চেয়ে ট্র্যাজেডি এড়াতে চাপ দেওয়া উচিত।’

আরও ১০৭ ফিলিস্তিনি নিহত

যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের হুঁশিয়ারির মধ্যেই বৃহস্পতিবার রাতে রাফায় নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এর আগে শহরটিতে আকাশপথে হামলা জোরদার করা হয়। ইসরায়েলের হামলার মুখে গাজার ২৪ লাখ বাসিন্দার প্রায় অর্ধেকই রাফায় আশ্রয় নিয়েছেন।

খান ইউনিস শহরের আল-নাসের হাসপাতালের বাইরে কমপক্ষে ২১ জনকে হত্যা করেছেন ইসরায়েলি স্নাইপাররা। সেখানে স্বাস্থ্যকর্মীদের লক্ষ্যবস্তু করা হয়েছে বলে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।

গতকাল শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় আগের ২৪ ঘণ্টায় আরও ১০৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় ২৭ হাজার ৯৪৭ ফিলিস্তিনি নিহত হলেন।