ইসরায়েলে ক্ষেপণাস্ত্র–ড্রোন হামলার দাবি ইয়েমেনের হুতিদের

হুতির সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারি ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেন
ছবি: টেলিগ্রাম থেকে নেওয়া

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার তিন সপ্তাহ পেরিয়েছে। এসব হামলার প্রতিবাদে ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এবার ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও ইসরায়েলে ‘বিপুলসংখ্যক’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।

হুতির সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলের দক্ষিণ–পূর্বাঞ্চলে হামলা চালানোর দাবি করেন। তিনি বলেন, এটা ইসরায়েলে তাদের তৃতীয় দফার বিশেষ অভিযান ছিল। সামনে আরও হবে।
ইয়াহিয়া সারি আরও বলেন, গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এ বিশেষ অভিযান চলবে।

এর আগে মঙ্গলবার শত্রুপক্ষের আকাশযানের উপস্থিতি টের পেয়ে দক্ষিণ ইসরায়েলের এইলাত শহরে সতর্ক সংকেত (সাইরেন) বেজে ওঠে। পরে সেটিকে গুলি করে লোহিত সাগরে ভূপাতিত করে ইসরায়েলের বাহিনী।