হাজারো ইসরায়েলির বিক্ষোভের কিছু মুহূর্ত

ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ছয় জিম্মির মরদেহ উদ্ধারের ঘটনায় বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে পুরো ইসরায়েল। রাজপথে নেমে বিক্ষোভে শামিল হন হাজারো ইসরায়েলি। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের কাছে জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তির দাবি জানান। দেখে নেওয়া যাক বিক্ষোভের কিছু ছবি—

রাজপথে ঘোড়ায় চড়ে বিক্ষোভকারীদের মুখোমুখি এক পুলিশ সদস্য। ১ সেপ্টেম্বর, ইসরায়েলের তেল আবিবে
ছবি: এএফপি
ফ্যাসিজমের বিরুদ্ধে প্ল্যাকার্ড হাতে রাজপথে নেমে এসেছেন এই নারী। ১ সেপ্টেম্বর, ইসরায়েলের তেল আবিবে
বিক্ষোভকারীর মুখে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মুখের আদলে মুখোশ আর হাতে প্রতীকী রক্তের দাগ—এভাবেই রাজপথে চলছে তুমুল বিক্ষোভ। ১ সেপ্টেম্বর, ইসরায়েলের তেল আবিবে
একজন বিক্ষোভকারীকে আটক করে নিয়ে যাচ্ছে ইসরায়েলি পুলিশ। ১ সেপ্টেম্বর, ইসরায়েলের তেল আবিবে
গাজা থেকে উদ্ধার করা ছয় জিম্মির কফিন সামনে রেখে বিক্ষোভ করেন হাজারো মানুষ। ১ সেপ্টেম্বর, ইসরায়েলের তেল আবিবে
গাজা থেকে বাকি জিম্মিদের অবিলম্বে মুক্ত করে আনতে চুক্তির দাবিতে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করছেন ইসরায়েলের সাধারণ মানুষ। ১ সেপ্টেম্বর, ইসরায়েলের তেল আবিবে
তেল আবিব ছাড়িয়ে হাজারো মানুষের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইসরায়েলের বিভিন্ন শহরে। ১ সেপ্টেম্বর, ইসরায়েলের জেরুজালেমে