প্রায় চার মাস পর ইসরায়েলের বাণিজ্যকেন্দ্র তেল আবিবে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকার শাসকগোষ্ঠী হামাস। আজ রোববার ইসরায়েলি সামরিক বাহিনী এ তথ্য জানায়।
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, গাজার রাফা এলাকা থেকে তেল আবিবে অন্তত আটটি রকেট ছুড়েছে হামাস। এর মধ্যে একাধিক রকেট প্রতিহত করা হয়েছে। হামলায় কেউ হতাহত হননি।
এদিকে হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডস টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জানিয়েছে, ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে তেল আবিব নিশানা করে বেশ কিছুসংখ্যক রকেট ছুড়েছেন তাদের যোদ্ধারা।
গাজায় এএফপির একজন প্রতিনিধি রাফা থেকে রকেট ছুড়তে দেখেছেন। এদিকে তেল আবিবে এএফপির অপর এক প্রতিনিধি জানিয়েছেন, সেখানে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শুনেছেন তিনি।
আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ ও আহ্বান উপেক্ষা করে গাজার রাফায় ইসরায়েলি সেনারা স্থল অভিযান শুরু করার কয়েক দিনের মাথায় ইসরায়েলের তেল আবিবে আজ রকেট হামলা চালাল হামাস।
গত ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নজিরবিহীন এক হামলা চালায় হামাস। হামলায় ১ হাজার ১০০–এর বেশি মানুষ নিহত হন। হামলার সময় ২৫২ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যান হামাসের যোদ্ধারা।
এরপর গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। সাত মাসের বেশি সময় ধরে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় অন্তত ৩৫ হাজার ৯৮৪ ফিলিস্তিনি নিহত ও ৮০ হাজারেরও বেশি আহত হয়েছেন।