গাজা সিটির দক্ষিণ প্রান্তে আজ সোমবার ইসরায়েলি ট্যাংক ঢুকে পড়েছে। গাজার উত্তর থেকে দক্ষিণাঞ্চলে যাওয়ার জন্য যে গুরুত্বপূর্ণ সড়কটি আছে, সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা এএফপিকে এসব কথা বলেছেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, গাজা সিটির দক্ষিণ প্রান্তের শহর জায়তুনে ট্যাংক দেখা গেছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, তারা সালাহেদিন সড়কপথটি বন্ধ করে দিয়েছে। ওই পথ দিয়ে যে গাড়িই যাওয়ার চেষ্টা করছে, সেটিকেই গুলি করা হচ্ছে। তবে ওই বাসিন্দা তাঁর নাম প্রকাশ করেননি।
গত শুক্রবার থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী অভিযান জোরদার করেছে।
ইসরায়েলের এক সেনা মুখপাত্র এএফপিকে বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় ৬০০-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা করেছি।’
আগের দিন ৪৫০টি লক্ষ্যবস্তুতে হামলার কথা বলেছিল ইসরায়েল।
৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় হামাস। এর জবাবে সেদিন থেকেই গাজায় অনবরত হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এতে গতকাল পর্যন্ত ৮ হাজার ৫ ফিলিস্তিনি নিহত এবং ২০ হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছে।
হামলা শুরুর পর বিভিন্ন সময়ে ইসরায়েল গাজা সিটিসহ গাজা উপত্যকার উত্তরাঞ্চলের বাসিন্দাদের দক্ষিণে সরে যেতে বলেছে ইসরায়েল। গত কয়েক সপ্তাহে অনেক মানুষ ওই অঞ্চলটি ছেড়ে চলে গেলেও এখনো সেখানে হাজার হাজার মানুষ অবস্থান করছেন।
ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৪০০ জনের বেশি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। তাঁদের মধ্যে ৩৩১ জন সেনা রয়েছেন।