ইরাকে যুক্তরাষ্ট্রের এক সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের আইন আল–আসাদ বিমানঘাঁটিতে এসব হামলার ঘটনা ঘটেছে।
মার্কিন সেনাবাহিনীর দুটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই ঘাঁটিতে মার্কিন সেনারা রয়েছেন।বৃহস্পতিবারের এ হামলায় তাঁদের কেউ হতাহত হয়েছেন কিনা তা জানা যায়নি।
এ নিয়ে বিগত ২৪ ঘণ্টার মধ্যে ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে তিনবার হামলার ঘটনা ঘটল।
এদিকে রয়টার্স আরও জানিয়েছে, ইয়েমেন উপকূলের কাছে থাকা যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ একাধিক ক্ষেপণাস্ত্র শনাক্তের পর নিশ্চিহ্ন করেছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলেছে, লোহিত সাগরের উত্তরে যুদ্ধজাহাজ তিনটি ক্ষেপণাস্ত্র ও একাধিক ড্রোন ভূপাতিত করেছে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল যে নির্বিচার হামলা চালাচ্ছে তার সঙ্গে মার্কিন সেনা ঘাঁটি ও যুদ্ধজাহাজ লক্ষ্য করে এসব হামলার কোনো সংশ্লিষ্টতা আছে কিনা তা জানা যায়নি।