গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস এলাকার একটি আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় ১৫ জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতের এ হামলায় আহত হয়েছেন আরও ২২ জন। কাতারভিত্তিক আল–জাজিরা টিভি এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে সম্পৃক্ত একটি টেলিগ্রাম চ্যানেল সূত্রে এ খবর জানা গেছে।
আল–জাজিরা টিভিতে ওই আবাসিক ভবনের ভিডিও প্রচার করা হয়েছে। এতে দেখা গেছে, কয়েকটি শিশুর মরদেহ বিছানার চাদর দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে। ভবনের অন্য বাসিন্দারা ধ্বংসস্তূপের মধ্যে নিখোঁজ ব্যক্তিদের খুঁজছেন।
হামাসের সঙ্গে সম্পৃক্ত বার্তা সংস্থা শেহাবের পক্ষ থেকে টেলিগ্রাম অ্যাপে দেওয়া একটি পোস্টে বলা হয়েছে, হতাহত ব্যক্তিদের নাসের হাসপাতালে নেওয়া হয়েছে।
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। ইসরায়েল বলছে, ওই হামলায় ১ হাজার ২০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আর ২৪০ জনের মতো মানুষকে জিম্মি করেছে হামাস। একই দিন গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। তারা বিমান হামলা ও স্থল অভিযান চালিয়ে যাচ্ছে।
ফিলিস্তিনি কর্মকর্তাদের বরাতে আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দেড় মাসের বেশি সময় ধরে চলা হামলায় ফিলিস্তিনে ১৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে ৫ হাজার ৬০০ শিশু।