ইসরায়েলের মেতুলা শহর
ইসরায়েলের মেতুলা শহর

ইসরায়েল-লেবানন সীমান্তের কাছে রকেট হামলা, থাইল্যান্ডের ৪ নাগরিক নিহত

ইসরায়েলের মেতুলা শহরের কাছে রকেট হামলায় থাইল্যান্ডের চার নাগরিক নিহত হয়েছে। ওই হামলায় একজন আহত হয়েছে। আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে থাই পররাষ্ট্রমন্ত্রী মারিস সানগিয়ামপংসা হতাহতের এমন সংখ্যা জানিয়েছেন। মেতুলা শহরটির অবস্থান লেবানন ও ইসরায়েল সীমান্তের কাছে।

ইসরায়েলি কর্তৃপক্ষের হিসাব অনুসারে, গত বছর ইসরায়েল সীমান্তে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হামলায় যে ১২০০ মানুষ নিহত হয়েছে, তার মধ্যে ৪১ জন থাই নাগরিক।

২০২৩ সালের ৭ অক্টোবরে হওয়া ওই হামলার ঘটনার সময় ৩০ থাই নাগরিককে অপহরণ করা হয়। থাই কর্তৃপক্ষের দাবি, ৩০ জনের মধ্যে ৬ জন এখনো জিম্মি অবস্থায় আছেন।

হামাসের হামলার জবাবে একই দিন থেকে গাজা উপত্যকায় হামলা চালিয়ে আসছে ইসরায়েলে। ওই হামলায় ৪৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। লেবাননে ইরান–সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধেও হামলা চালিয়েছে ইসরায়েল।

সংঘাত শুরুর আগে প্রায় ৩০ হাজার থাই নাগরিক ইসরায়েলে চাকরি করতেন। তাঁদের বেশির ভাগই কৃষি খাতে কাজ করেন। ইসরায়েলের অভিবাসী শ্রমিকদের একটা বড় অংশই থাই নাগরিক।

থাই পররাষ্ট্রমন্ত্রী মারিস বলেন, শান্তির পথে ফিরে আসতে সব পক্ষকে দৃঢ়ভাবে আহ্বান জানিয়ে আসছে থাইল্যান্ড। দীর্ঘায়িত এবং গভীরতর এ সংঘাতে ক্ষতিগ্রস্ত নিরীহ বেসামরিক মানুষদের কথা ভেবে এমন পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে।

এদিকে আজ শুক্রবার ভোরে লেবাননের বৈরুতেও হামলা হয়েছে। এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ভোরে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপকণ্ঠে কমপক্ষে ১০টি হামলা হয়েছে। হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত জায়গাটির বিভিন্ন ভবনের বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার জন্য ইসরায়েলি বাহিনীর নির্দেশনার পর এ হামলা চালানো হয়।

এএফপিটিভির ফুটেজে বিস্ফোরণের পর ওই এলাকায় ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।
লেবাননে যুদ্ধ বন্ধ করতে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে আলোচনা করতে সফররত মার্কিন কর্মকর্তাদের ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যের একদিন পর এ হামলা হলো।