হিজবুল্লাহ খুব বিপজ্জনক খেলা খেলছে: ইসরায়েল

ক্ষেপণাস্ত্র হামলার পর লেবাননে হিজবুল্লাহর একটি ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল
ছবি:  রয়টার্স

লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ খুব বিপজ্জনক ভূমিকা নিচ্ছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র জনাথন কনরিকস। গাজায় ইসরায়েলের হামলার মধ্যে হিজবুল্লাহর তৎপরতায় দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্তে উত্তেজনা বৃদ্ধির মধ্যে আজ রোববার সাংবাদিকদের এ কথা বলেছেন তিনি।

জনাথন কনরিকস বলেন, ‘এখন পর্যন্ত আমাদের পাল্টা পদক্ষেপগুলো কৌশলগত এবং সেগুলো সীমান্তের (লেবাননের সঙ্গে) কাছাকাছি এলাকাগুলোর মধ্যে সীমাবদ্ধ।’

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র বলেন, ‘হিজবুল্লাহ খুব–খুব বিপজ্জনক খেলা খেলছে। তারা পরিস্থিতি উত্তেজনাপূর্ণ করে তুলছে এবং আমরা প্রতিদিন আরও বেশি হামলার ঘটনা দেখছি।’ তিনি বলেন, ইসরায়েল শুধু ‘নিজেদের রক্ষা করছে’ এবং শুধু প্রতিরোধমূলক পদক্ষপ নেওয়া হয়েছে।

লেবানন সীমান্তের কাছাকাছি এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান কনরিকস।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায়। জবাবে গাজায় বিমান থেকে বোমা নিক্ষেপ শুরু করে ইসরায়েল। এর পর থেকে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ধারাবাহিকভাবে লেবানন থেকে ইসরায়েলি বসতিতে হামলা চালাচ্ছে।