গাজা নগরীর দক্ষিণাঞ্চলীয় জেইতুন এলাকার আল ফালাহ বিদ্যালয়ে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। ‘প্যালেস্টাইন টিভি'- এর খবরে বলা হয়েছে, গতকাল শুক্রবারের এ হামলায় ২০ জনের বেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০০ জন।
ওই স্কুলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন।
প্যালেস্টাইন টিভি পশ্চিম তীরের রামাল্লাহভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষের অনুমোদিত টেলিভিশন চ্যানেল। এতে প্রচারিত এ হামলার খবরের ব্যাপারে ইসরায়েলের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে স্থানীয় সময় গতকাল সকালে প্যালেস্টাইন টিভির খবরে বলা হয়, গাজার উত্তরাঞ্চলীয় ইন্দোনেশিয়ান হাসপাতালে ১২০টি মরদেহ আনা হয়েছে। এসব মরদেহ আনা হয়েছে গাজা ও নর্থ গাজা গভর্নরেট এলাকা থেকে।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায়। এ ঘটনায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন বলে জানিয়েছে ইসরায়েল। যদিও শুরুতে এ সংখ্যা ১ হাজার ৪০০ বলে দাবি করেছিল দেশটি। এ ছাড়া হামাস যোদ্ধারা প্রায় ২৪০ জনকে জিম্মি করে রেখেছেন বলে ইসরায়েল দাবি করে আসছে।
হামাসের হামলার জবাবে ওই দিন থেকেই গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। দেশটির নির্বিচার হামলায় গাজায় এ পর্যন্ত নিহত মানুষের সংখ্যা ১১ হাজার ৫০০ ছাড়িয়েছে। এর মধ্যে ৭ হাজার ৮০০ নারী ও শিশু আছে। ইসরায়েলের হামলায় ২৯ হাজার ২০০-এর বেশি মানুষ আহত হয়েছেন।