ছবিতে স্বৈরশাসক আসাদের পলায়নে সিরিয়াবাসীর উল্লাস

বিদ্রোহী যোদ্ধারা যখন রাজধানী দামেস্কে ঢুকছিলেন, ঠিক তখন ব্যক্তিগত উড়োজাহাজে দেশ থেকে পালিয়ে যান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল–আসাদ। টানা ২৪ বছর ক্ষমতায় ছিলেন তিনি। এর মধ্য দিয়ে দেশটিতে ৫৩ বছরের আসাদ পরিবারের শাসনের অবসান হয়েছে। দামেস্কের আগে আলেপ্পো, হোমসসহ কয়েকটি বড় শহরের নিয়ন্ত্রণ নেন বিদ্রোহীরা। স্বৈরশাসক আসাদের পতনের জেরে আজ রোববার (৮ ডিসেম্বর) রাজপথে নেমে এসে উল্লাসে মেতে ওঠেন সিরিয়াবাসী। সেই দৃশ্য ফুটে উঠেছে এএফপির ছবিতে—

সেনাবাহিনীর ট্যাংকের ওপর উঠে উচ্ছ্বাস করছেন অনেকে। ৮ ডিসেম্বর, দামেস্কের উমায়াদ স্কয়ার।
সেনাবাহিনীর ট্যাংকের ওপর উঠে উচ্ছ্বাস করছেন অনেকে। ৮ ডিসেম্বর, দামেস্কের উমায়াদ স্কয়ার।
বিদ্রোহী যোদ্ধাদের সঙ্গে উল্লাসে মাতেন সাধারণ মানুষ। ৮ ডিসেম্বর, দামেস্কের উমায়াদ স্কয়ার।
সড়কে জ্বলছে আগুন। পাশেই মেশিনগান উঁচিয়ে উল্লাস করছেন একজন। ৮ ডিসেম্বর, দামেস্কের উমায়াদ স্কয়ার।
দামেস্কের নিয়ন্ত্রণ নিতে রাতের অন্ধকারেই উমায়াদ স্কয়ারে পৌঁছে যান বিদ্রোহী যোদ্ধারা। ৮ ডিসেম্বর, দামেস্কের উমায়াদ স্কয়ার।
সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর হোমসে টেলিকমিউনিকেশন ভবনের সামনে অস্ত্র উঁচিয়ে আনন্দ–উল্লাস করছেন বিদ্রোহীরা। ৮ ডিসেম্বর, হোমস, সিরিয়া।
শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পর কেন্দ্রস্থলের ক্লক টাওয়ারের সামনে ছবি তুলছেন বিদ্রোহী যোদ্ধারা। ৮ ডিসেম্বর, হোমস, সিরিয়া।
বাশার আল–আসাদের বিদায়ের ঘণ্টা বেজে ওঠায় মধ্যরাতে আতশবাজিতে মেতে ওঠেন শহরবাসী। ৮ ডিসেম্বর, হোমস, সিরিয়া।
রাতের আঁধারে বিদ্রোহী যোদ্ধাদের সঙ্গে সাধারণ মানুষের উল্লাস। ৮ ডিসেম্বর, হোমস, সিরিয়া।