ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে ২৯ মার্কিন নাগরিক নিহত, নিখোঁজ ১৫: যুক্তরাষ্ট্র

গাজা উপত্যকার খান ইউনিস এলাকায় ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত একটি ভবন, ১২ অক্টোবর, ২০২৩
ছবি: রয়টার্স

ইসরায়েলে হামাসের হামলায় যুক্তরাষ্ট্রের ২৯ নাগরিক নিহত হয়েছেন। গতকাল শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে নিহত মানুষের সংখ্যা ২৭ বলে উল্লেখ করা হয়েছিল।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওই মুখপাত্র বলেন, ১৫ জন নাগরিক এবং ১ জন বৈধ স্থায়ী বাসিন্দার নিখোঁজ থাকার ব্যাপারে যুক্তরাষ্ট্রের কাছে তথ্য আছে। তাঁদের অবস্থানস্থল শনাক্তের চেষ্টা চলছে।

ওই মুখপাত্র আরও বলেন, এ নিখোঁজ থাকার ঘটনায় গোয়েন্দা তথ্য আদান-প্রদানসহ সার্বিক বিষয় নিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েল সরকারের সঙ্গে কাজ করছে।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায়। জবাবে ওই দিনই পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এর পর থেকে গাজায় টানা বিমান হামলা চালানো হচ্ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত মানুষের সংখ্যা বেড়ে ২ হাজার ৩২৯ হয়েছে। আহত হয়েছে ৯ হাজার ৭১৪ জন। হামাসের হামলায় ইসরায়েলে নিহত মানুষের সংখ্যা ১ হাজার ৩০০। আহত হয়েছে ৩ হাজার ৪০০–এর বেশি।

জাতিসংঘের তথ্যানুযায়ী, ইসরায়েলি হামলায় গাজায় নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন ৩ লাখ ৩৮ হাজার ফিলিস্তিনি।