ফিলিস্তিনের গাজায় অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী
ফিলিস্তিনের গাজায় অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী

গাজায় হামাসের সঙ্গে লড়াইয়ে ইসরায়েলি সেনা নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের সঙ্গে লড়াই চলাকালে একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ২৫ বয়সী ওই সেনা ইসরায়েলি সেনাবাহিনীর ২০৫ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে ১২০০ জন নিহত হন। জিম্মি করা হয় দুই শতাধিক ব্যক্তিকে। জবাবে ওইদিন থেকে গাজায় নির্মম হামলা চালাচ্ছে ইসরায়েল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় ৩৮ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন সাড়ে ৮৫ হাজারের বেশি। গাজা অভিযানে ইসরায়েলের ৩১৫ সেনা প্রাণ হারিয়েছেন।