রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ভাগনার গোষ্ঠীর সদর দপ্তর অবস্থিত
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ভাগনার গোষ্ঠীর সদর দপ্তর অবস্থিত

হিজবুল্লাহ নয়তো ইরানকে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দিতে চায় ভাগনার গ্রুপ

ইরান অথবা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে অস্ত্র দিতে চায় রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনার গ্রুপ। অস্ত্র দেওয়ার ব্যাপারে ভাগনার প্রস্তুতিও নিচ্ছে। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে এ দাবি করেছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি।

জন কিরবির দাবি, ইসরায়েলবিরোধী শক্ত অবস্থান তৈরির চেষ্টা চালাচ্ছে রাশিয়া ও ইরান। বিষয়টি নিয়ে সাম্প্রতিক সময়ে দেশ দুটির মধ্যে সহযোগিতার সম্পর্ক জোরালো হতে দেখা যাচ্ছে।

স্থানীয় সময় গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন জন কিরবি। তিনি বলেন, ‘আমাদের হাতে আসা তথ্য ইঙ্গিত দিচ্ছে, রাশিয়ার সরকারের নির্দেশে ইরান অথবা হিজবুল্লাহকে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দিতে চায় ভাগনার গ্রুপ। অস্ত্র দেওয়ার ব্যাপারে ভাগনার প্রস্তুতিও নিচ্ছে।’

নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে চলতি মাসের শুরুতে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। তাতে বলা হয়, ইরান অথবা হিজবুল্লাহকে পন্তসির–এস১ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ভাগনার। রাশিয়ার তৈরি যুদ্ধবিমানবিধ্বংসী এ ক্ষেপণাস্ত্রব্যবস্থা পশ্চিমা জোট ন্যাটোর কাছে এসএ–২২ নামে পরিচিত।

জন কিরবি বলেন, ‘মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা তৈরির জন্য এসব অস্ত্র সরবরাহ করা হলে আমরা নিশ্চিতভাবেই এর সঙ্গে জড়িত রাশিয়ার ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করব।’ হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের এই মুখপাত্র জানান, অস্ত্র ও আকাশ প্রতিরক্ষা পাওয়ার বিনিময়ে রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের কথাও বিবেচনা করছে ইরান।