রেজা জাহেদি
রেজা জাহেদি

সিরিয়ায় কনস্যুলেটে ইসরায়েলি হামলার জবাব দেবে ইরান 

সিরিয়ার দামেস্কে অবস্থিত ইরানের কনস্যুলেটে ইসরায়েলি হামলায় ৭ সেনা কমান্ডারসহ ১১ জন নিহতের ঘটনার জবাব দেবে ইরান। গতকাল মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এ হুমকি দিয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইব্রাহিম রাইসি বলেছেন, ‘প্রতিরোধ অক্ষের ইচ্ছাশক্তিকে দমন করতে না পেরে ইহুদিবাদী ওই রাষ্ট্র (ইসরায়েল) আবারও গুপ্তহত্যা চালাচ্ছে। এটা অবশ্যই তাদের মনে রাখা উচিত যে তাদের লক্ষ্য কখনো পূরণ হওয়ার নয়। আর কাপুরুষোচিত এই অপরাধের অবশ্যই জবাব দেওয়া হবে।’

গত সোমবার সিরিয়ার দামেস্কে অবস্থিত ইরানের কনস্যুলেটে বিমান হামলা চালায় ইসরায়েল। এ হামলায় নিহত ১১ জনের মধ্যে ৭ জনই ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর-আইআরজিসি) সদস্য।

আইআরজিসি বলছে, হামলায় তাদের যে সাত সদস্য নিহত হয়েছেন, তাঁদের মধ্যে দুজন শীর্ষস্থানীয় কমান্ডার ছিলেন। তাঁরা হলেন ব্রিগেডিয়ার জেনারেল রেজা জাহেদি ও ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাদি হাজি রাহিমি।

সিরিয়ায় নিযুক্ত ইরানি দূত হোসেন আকবরি বলেছেন, এফ-৩৫ যুদ্ধবিমান থেকে অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল কনস্যুলেট ভবনে।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় পুরো ভবন ধ্বংস হয়ে গেছে। ভবনের ভেতর যাঁরা ছিলেন, তাঁরা সবাই হতাহত হয়েছেন।

ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধকে কেন্দ্র করে এমনিতেই ইসরায়েলের সঙ্গে ইরান ও মিত্রদেশগুলোর মধ্যে উত্তেজনা চলছে। এ হামলার পর উত্তেজনা আরও বাড়ার শঙ্কা করা হচ্ছে।