কনস্যুলার পরিষেবা আবার চালু করার বিষয়ে সৌদি আরব ও সিরিয়া আলোচনা করছে। গতকাল বৃহস্পতিবার সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যমে এ তথ্য জানানো হয়।
সৌদি আরব এক দশকের বেশি সময় আগে সিরিয়ার বাশার আল-আসাদ সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। এখন রিয়াদ ও দামেস্ক সম্পর্ক জোড়া লাগানোর পথে হাঁটছে।
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে দেশটির একটি রাষ্ট্রীয় চ্যানেলের খবরে বলা হয়, কনস্যুলার পরিষেবা আবার চালুর বিষয়ে রিয়াদ ও দামেস্কের কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে।
তবে কবে নাগাদ কনস্যুলার পরিষেবা আবার চালু হতে পারে, সে বিষয়ে খবরে কিছু বলা হয়নি। আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে বিবাদ মেটানোর ক্ষেত্রে সৌদির সর্বশেষ পদক্ষেপ হতে যাচ্ছে এটি।
চীনের মধ্যস্থতায় চলতি মাসের শুরুর দিকে সৌদি আরব ও ইরান কূটনৈতিক সম্পর্ক জোড়া লাগানোর বিষয়ে সম্মত হওয়ার ঘোষণা দেয়। এ ঘোষণার পরবর্তী পদক্ষেপ হিসেবে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা শিগগির বৈঠক করবেন।
২০১৬ সালে শিয়া সম্প্রদায়ের প্রভাবশালী ধর্মীয় নেতা নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি আরব। এর প্রতিবাদে তেহরানে অবস্থিত সৌদি দূতাবাসে হামলা চালান ইরানের বিক্ষোভকারীরা। এ হামলার জেরে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছেদ করে সৌদি আরব। সাত বছরের মাথায় দুই দেশ সম্পর্ক পুনঃস্থাপনে সম্মত হলো।
রিয়াদ কয়েক সপ্তাহ ধরে দামেস্কের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের ইঙ্গিত দিয়ে আসছে।
গত ৬ ফেব্রুয়ারির ভয়াবহ ভূমিকম্পের পর সিরিয়ার সরকার ও বিদ্রোহী উভয় নিয়ন্ত্রিত অংশে ত্রাণ পাঠায় সৌদি আরব। তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা এই ভূমিকম্পে ৫০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন লাখো মানুষ।
অবশ্য ত্রাণ সহায়তার ক্ষেত্রে বাশার আল-আসাদ সরকারের সঙ্গে সরাসরি যুক্ত হয়নি সৌদি আরব। তারা বাশার আল-আসাদ সরকার-নিয়ন্ত্রিত এলাকায় ত্রাণ পাঠাতে সিরিয়ান রেড ক্রিসেন্টের সঙ্গে সমন্বয় করে।
বিশেষ করে ভূমিকম্পের পর থেকে বিভিন্ন আরব রাষ্ট্র দামেস্কের বিচ্ছিন্নতা সহজ করার ব্যাপারে উদার হওয়ার ইঙ্গিত দিচ্ছে। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান গত ফেব্রুয়ারিতে বলেছিলেন, মানবিক সংকট মোকাবিলায় দামেস্কের সঙ্গে আলোচনায় একটি নতুন দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয়তার বিষয়ে আরব বিশ্বে একটি ঐকমত্য তৈরি হচ্ছে।
গত রোববার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রাষ্ট্রীয় সফরে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গিয়েছিলেন।
সফরে বাশার আল-আসাদ সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন।
বৈঠক নিয়ে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের বিবৃতিতে বলা হয়, দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে গঠনমূলক আলোচনা হয়েছে। বৈঠকে বাশার আল-আসাদকে মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বলেন, বৃহত্তর আরব অঞ্চলে দামেস্কের আবার একীভূত হওয়ার সময় এসেছে।
গত বছরও সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়েছিলেন বাশার আল-আসাদ। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর এটাই ছিল কোনো আরব রাষ্ট্রে তাঁর প্রথম সফর। বাশার আল-আসাদ গত মাসে ওমান সফর করেছিলেন। এ ছাড়া তিনি চলতি মাসের শুরুতে রাশিয়া সফর করেন।
গণতন্ত্রপন্থী বিক্ষোভে সহিংস দমন–পীড়ন চালানোয় ২০১১ সালে সিরিয়াকে কায়রোভিত্তিক আরব লিগ থেকে বহিষ্কার করা হয়।