পূর্ব জেরুজালেমে বন্দুকধারীর গুলিতে নিহত ৭

হামলার পর ঘটনাস্থলে বিপুলসংখ্যক ইসরায়েলি পুলিশ সদস্য অবস্থান নিয়েছে।
ছবি: এএফপি

পূর্ব জেরুজালেমে একটি সিনাগগের বাইরে বন্দুকধারীর হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৫ বছর বয়সী এক শিশুও রয়েছে। ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে ওই বন্দুকধারীও নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, শুক্রবারের এই বন্দুক হামলার ঘটনায় ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে নতুন করে প্রাণঘাতী সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

হামলার পর জরুরি পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড আদম (এমডিএ) বলেছে, তারা ১০ জন আহত ব্যক্তিকে চিকিৎসা দিচ্ছে। কয়েকজনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে ৭০ বছর বয়সী এক বৃদ্ধ ও ১৪ বছর বয়সী এক কিশোর রয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, একটি গাড়ি ওই সিনাগগের সামনে এসে থামে। গাড়ি থেকে একজন বন্দুকধারী বেরিয়ে এসে গুলি ছুড়তে থাকে। গাড়িতে আরও একজন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তাঁর খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ‘জেরুজালেমে সিনাগগে সন্ত্রাসী হামলা হয়েছে। গুলিবর্ষণকারী সন্ত্রাসীকে নিষ্ক্রিয় (হত্যা) করা হয়েছে। ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ সদস্য অবস্থান নিয়েছে।’

দখলকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থীশিবিরে বৃহস্পতিবার ইসরায়েল এক সামরিক অভিযান চালায়। এতে বয়স্ক এক নারীসহ নয়জন ফিলিস্তিনি নিহত হন। এর পরদিন পূর্ব জেরুজালেমে এই প্রাণঘাতী হামলার ঘটনা ঘটল।

বৃহস্পতিবার দিবাগত রাতে গাজার প্রতিরোধ যোদ্ধারা রকেট ছোড়ে। জবাবে বিমান হামলা চালায় ইসরায়েল। তবে পাল্টাপাল্টি এ হামলার ঘটনা তুলনামূলক সীমিত ছিল।