ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বারকে বরখাস্তের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের আদেশ আটকে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।
স্থানীয় সময় গতকাল শুক্রবার সুপ্রিম কোর্টের একজন বিচারক সরকারি আদেশের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেন। এ বিষয়ে শুনানি না হওয়া পর্যন্ত আদালতের আদেশ বলবৎ রাখতে বলা হয়েছে। আগামী ৮ এপ্রিলের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব এ বিষয়ে শুনানি হতে পারে।
ইসরায়েলের বিরোধী রাজনীতিকসহ কয়েকটি গোষ্ঠী শিন বেতের প্রধানকে বরখাস্তের সরকারি আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতে পিটিশন দায়ের করেছিলেন।
এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইসরায়েলি মন্ত্রিসভা বৈঠকে সর্বসম্মতিক্রমে রোনেন বারকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, তাঁর দায়িত্বের শেষ দিন হবে আগামী ৮ এপ্রিল। এর আগে বিবিসির এক প্রতিবেদনে তারিখটি ১০ এপ্রিল বলা হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হামলা আগেভাগে আঁচ করতে না পারার কারণ দেখিয়ে শিন বেতের প্রধানকে বরখাস্ত করা হয়েছিল।
আদালতের আদেশের পর ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ–মিয়ারা বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখনই নতুন নিরাপত্তাপ্রধানের নাম ঘোষণা করতে পারবেন না।
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের ফলে শিন বেতের প্রধান রোনেন বারের পদের ক্ষতি করে—এমন কোনো পদক্ষেপ নেওয়া নিষিদ্ধ থাকবে। একজন মুখপাত্রের মাধ্যমে নেতানিয়াহুর উদ্দেশে পাঠানো এক বার্তায় অ্যাটর্নি জেনারেল এ কথা বলেন।
২০২১ সালের অক্টোবরে শিন বেতের প্রধান হিসেবে পাঁচ বছর মেয়াদে রোনেন বারকে নিযুক্ত করা হয়েছিল।