ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, নীতি পুলিশ নারীদের সঙ্গে বিরোধে জড়াবে বলে মনে হয় না
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, নীতি পুলিশ নারীদের সঙ্গে বিরোধে জড়াবে বলে মনে হয় না

নারীদের বিরক্ত করবে না ইরানের নীতি পুলিশ

ইরানের নীতি পুলিশ নারীদের আর বিরক্ত করবে না—বিষয়টি নিশ্চিত করার অঙ্গীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের নীতি পুলিশের হেফাজতে জাতিগত কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুর দ্বিতীয় বার্ষিকীতে গত সোমবার সংবাদমাধ্যমকে এ কথা জানান তিনি।

২২ বছর বয়সী মাসা আমিনি ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর পুলিশের হেফাজতে থাকা অবস্থায় মারা যান। দেশটিতে প্রচলিত নারীদের কঠোর পোশাকবিধি লঙ্ঘনের অভিযোগে তেহরানে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।

গত জুলাই মাসে দায়িত্ব নেওয়ার পর সোমবার প্রথম সংবাদ সম্মেলন করেন পেজেশকিয়ান। এ সময় তিনি বলেন, ‘নীতি পুলিশ নারীদের সঙ্গে বিরোধে জড়াবে বলে মনে হয় না। নারীদের যাতে বিরক্ত না করা হয়, সে বিষয়ে আমার নজর থাকবে।’